Tuesday 28 November 2017

Flux Flux Density

 Hello Technology website: www.hellotech.com.bd youtube: Hello Tech Bd                 https://www.youtube.com/channel/UC2qMTjDWFj2-el... thumbnail 1 summary
 Hello Technology
website: www.hellotech.com.bd
youtube: Hello Tech Bd

               https://www.youtube.com/channel/UC2qMTjDWFj2-eliqImztlpQ?view_as=subscriber




ফ্লাক্স?
একটি পজেটিভ চার্জ হতে বাইরের দিকে প্রবাহিত মোট বৈদ্যুতিক বল রেখাকে বৈদ্যুতিক ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্স বলে।
ইলেকট্রিক ফ্লাক্সের প্রতীক ψ এবং একক কুলম্ব।

ফ্লাক্স ডেনসিটি কি?
প্রতি একক ক্ষেত্রফলে ফ্লাক্সের পরিমাণকে ফ্লাক্স ডেনসিটি বলে। ফ্লাক্স ডেনসিটির প্রতীক B
এর একক ওয়েবার/বর্গ মিটার বা তেসলা।
1 Tesla = 1 wb/m2
  
ওয়েবার?
কোন কুন্ডলিতে প্রতি সেকেন্ডে যত সংখ্যক ফ্লাক্স পরিবর্তনের জন্য ঐ কুন্ডলিতে এক ভোল্ট বিভব পার্থক্য সৃষ্টি হয় তাকে ১ ওয়েবার বলে।

ম্যাগনেটিক ফ্লাক্স কি?
 একটি চুম্বক উৎস কতৃক উৎপাদিত চুম্বক ক্ষেত্রের সমষ্টিকে ম্যাগনেটিক ফ্লাক্স বলে।
ম্যাগনেটিক ফ্লাক্সের একক ওয়েবার (Weber) এবং গ্রিক অক্ষর φ ফাই দ্বারা প্রকাশ করা হয়।
1 ওয়েবার = 108 লাইনস্
 
ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি কি? 
প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ ইলেকট্রিক ফ্লাক্স অতিক্রম করে তাকে ইলেকট্রিক ডেনসিটি বলে।
এর প্রতিক D এবং একক কুলম্ব/বর্গ মিটার।
 D = ψ/A

 কুলম্ব?
যদি কোন পরিবাহীর যেকোনো প্রস্থচ্ছেদ দিয়ে এক সেকেন্ড ধরে এক এ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, তবে উক্ত সময়ের জন্য যে পরিমাণ চার্জ প্রবাহিত হয়, তাকে এক কুলম্ব বলে।
এক কুলম্ব=6.28*10^18 ইলেক্ট্রন চার্জ

1 comment

  1. Flux Flux Density - Hello Tech Bd >>>>> Download Now

    >>>>> Download Full

    Flux Flux Density - Hello Tech Bd >>>>> Download LINK

    >>>>> Download Now

    Flux Flux Density - Hello Tech Bd >>>>> Download Full

    >>>>> Download LINK

    ReplyDelete