Sunday 8 January 2017

সময় এবং তারিখ নিজের ওয়েব সাইট এ সংযোগ করন।

আস্-সালামু আলায়কুম, বন্ধরা সবই কেমন আছ। আজ আমি তোমাদের শিখাব কি করে তোমার ওয়েব সাইড এ সময় এবং তারিখ নিজের   সংযোগ করন। আর সামনে ... thumbnail 1 summary
আস্-সালামু আলায়কুম,

বন্ধরা সবই কেমন আছ।
আজ আমি তোমাদের শিখাব কি করে তোমার ওয়েব সাইড এ সময় এবং তারিখ নিজের   সংযোগ করন।




আর সামনে আরো এমন মজার প্রজেক্ট পেতে চাইলে আমারদের Facebook Page Like দিয়ে সাথে থাকো এবং আমাদের চ্যানেলে Subscribe কর।

Saturday 7 January 2017

একটি ক্লিক করে সকল ড্রাউভ রিফ্রেস করার প্রগ্রাম এবং নিজে সফট বানাও

Hello Technology website: www.hellotech.com.bd youtube: Hello Tech Bd                 https://www.youtube.com/channel/UC2qMTjDWFj2-eli... thumbnail 1 summary
Hello Technology
website: www.hellotech.com.bd
youtube: Hello Tech Bd

               https://www.youtube.com/channel/UC2qMTjDWFj2-eliqImztlpQ?view_as=subscriber


আস্-সালামু আলায়কুম,

বন্ধরা সবই কেমন আছ।
আজ আমি তোমাদের শিখাব কি করে একটি ক্লিক করে কম্পিউটারের সকল ড্রাইভ রিফ্রেস করবে তার প্রগ্রাম।
এ জন্য তোমাকে প্রথমে একটি New Text Document .txt ফাইল ওপেন করতে হবে।

১ম ধাপ
========
প্রথমে তোমার কাম্পিউটারের কিছু কনফিগারেশন পরিবর্তন করতে হবে,
Start Menu>Control Panel>Appearance & Particularization>Folder Option>View>


Hide Extensions for known file type এর টিক চিহ্ন উঠিয়ে দিতে হবে, তারপর Ok,

২য় ধাপ
==========
মাউস এর
Right Button>New>New Text Document.txt           .txt এখানে Extension,

নিচের প্রোগ্রাম নোটপেডে লেখ
echo of cd/
tree
c:
tree
d:
tree
e:
tree
f:
tree
g:
tree




আমারা যেহেতু bat শিখব তাহলে bat এর Extension হল .bat
আমরা New Text Document.txt কে Save As করব, যে কোন নামে Rename করব, আমি করলাম refresh.bat
    বি:দ্র: অবশ্যয় শেষে .bat কথাটা লেখতে হবে আর সকল প্রগ্রাম এর অংশ লিখতে হবে small letter.
ছবির প্রথমে Save as, পরে কোথায় Save হবে Desktop, file name : refresh.bat,  Save as type : all file সিরৈক্ট করে Save করতে হবে।
ওকে এবার তোমার বানানো Soft উপর ডাবল ক্লিক কর 






আর সামনে আরো এমন মজার প্রজেক্ট পেতে চাইলে আমারদের Facebook Page Like দিয়ে সাথে থাকো এবং আমাদের চ্যানেলে Subscribe কর।































 









Friday 6 January 2017

Basic HTML Part: 2, How to used html Tag,

আস্-সালামু আলায়কুম,   Hello Tech BD এর পক্ষ থেকে Basic HTML ২য় পর্বে স্বগতম, গত পর্বে আমরা প্রগ্রাম রান করে ছিলাম, আর ট্যাগ এর ব্যাপার... thumbnail 1 summary
আস্-সালামু আলায়কুম,
 
Hello Tech BD এর পক্ষ থেকে Basic HTML ২য় পর্বে স্বগতম,

গত পর্বে আমরা প্রগ্রাম রান করে ছিলাম, আর ট্যাগ এর ব্যাপারে কথা বলে ছিলাম, আমরা আজ কিছু ট্যাগ এর ব্যবহার শিখব। ত বন্ধুরা চল শরু করি।
মনে আছে প্রোগ্রাম  কোথায় লেখব বলে বলেছিলাম, body TAG এর ভিতরে।
কিন্তু আমি তোমাদের সরাসরি লেখে দেখাব, কারন বারবার একই লেখা লেখলে টিউন দেখতে ভাল দেখাবে না।
##অনেক গুলো ট্যাগ আছে, তার মধ্য থেকে প্রয়োজনীয় কিছু ট্যাগ এর ব্যবহার দেখাব। কপি করে তোমার Notepad এ রাখবে এবং সেভ দিয়ে রান করে দেখবে কাজ করে কি না।

* <সিঙ্গের ট্যাগ/>
* <ডাবল ট্যাগ/> <ডাবল ট্যাগ/>

BODY TAG এর ভিতর
====================

১.   
<!--write something in your Comment TAG--> 
# Comment TAG, এখনে যাই লেখ না কেন, কোন কিছুই ব্রাউজার এ দেখাবেনা।

২.  
<a href="http://hellotechbdsupport.blogspot.com/">Visit Site</a>  
#Anchor Tags ব্যবহার হয় কোন কিছুর লিঙ্ক (hyperlinks) দেওয়ার জন্য, এখানে href : Hypertext REFerence. পরে সমান চিহ্ন দিয়ে ডাবল কোটেশন “ # ” এর ভিতর তোমার লিঙ্ক টা দিতে হবে। ব্রাউজার এ শধু Visit Site দেখাবে। এবং এর উপর ক্লিক করলে তোমাকে কংখিত সাইট এ নিয়ে যাবে।

৩.          
Hello Tech BD is Your Engineering Partner,   
</b>Hello Tech BD is Your Engineering Partner,</b>    
#bold tag লেখা মোটা করার জন্য ব্যবহার হয়।

 ৪.
<h1>Heading h1 Hello Tech BD</h1>
<h2>Heading h2 Hello Tech BD</h2>
<h3>Heading h3 Hello Tech BD</h3> 
<h4>Heading h4 Hello Tech BD</h4> 
<h5>Heading h5 Hello Tech BD</h5> 
<h6>Heading h6 Hello Tech BD</h6>     
 #Heading  ট্যাগ ব্যাবহার হয় লেখা বড় আকারে দেখানো জন্য।

৫.
 <h1>Heading h1 Hello Tech BD</h1></br>
<h2>Heading h2 Hello Tech BD</h2>
<h3>Heading h3 Hello Tech BD</h3><br>
<h4>Heading h4 Hello Tech BD</h4><br/>
<h5>Heading h5 Hello Tech BD</h5></br>
<h6>Heading h6 Hello Tech BD</h6>
 #Break Tag ইহা ব্যবহার করা হয়  এক লাইন কে অন্য লাইনের নিচে দেখানোর জন্য, দু জায়গাহ তে ব্যাবহার কারেনি দেখ কি দেখায় আউটপুটে.
 
৬. 
<p>My first paragraph.  Hello Tech BD is Your Engineering Partner,  Hello Tech BD is Your Engineering Partner,   Hello Tech BD is Your Engineering Partner,   Hello Tech BD is Your Engineering Partner, </p><p>My first paragraph.  Hello Tech BD is Your Engineering Partner,  Hello Tech BD is Your Engineering Partner,   Hello Tech BD is Your Engineering Partner,   Hello Tech BD is Your Engineering Partner,  </p>
 <p>My first paragraph.  Hello Tech BD is Your Engineering Partner,   </p> <p>My first paragraph.  Hello Tech BD is Your Engineering Partner,  Hello Tech BD is Your Engineering Partner,   Hello Tech BD is Your Engineering Partner,   Hello Tech BD is Your Engineering Partner, </p>My first paragraph.  Hello Tech BD is Your Engineering Partner,  Hello Tech BD is Your Engineering Partner,   Hello Tech BD is Your Engineering Partner,   Hello Tech BD is Your Engineering Partner,  </p>
 #paragraph Tag এখানে প্যারা আকার সব লেখা দেখাবে, </br> ট্যাগ ব্যাবহার করা হয়নি তার পারও এক প্যারা থেকে অন্য প্যারা আলাদা নিচে দেখাবে।

৭.  
<p>My first paragraph. <mark> Hello Tech BD is Your Engineering Partner,</mark>Your Engineering Partner,  Hello Tech BD is Your Engineering Partner,   Hello Tech BD is Your Engineering Partner,   Hello Tech BD is Your Engineering Partner, </p><strong>
#Marking Tag লেখাকে মার্ক করার জন্য <mark> ব্যবহার হয়

৮.  
<p>My first paragraph. <strong> Hello Tech BD is Your Engineering Partner,</strong>Your Engineering Partner,  Hello Tech BD is Your Engineering Partner,   Hello Tech BD is Your Engineering Partner,   Hello Tech BD is Your Engineering Partner, </p>del
#Important Tag লেখাকে অন্য লেখা থেকে আলাদা করার জন্য strong ব্যবহার হয়।

৯.  
<p> My Companny Name is <del>Honno Tech BD</del>Hello Tech BD </p>
#Delete Tag কোন লেখাকে কাটা দেখানোর জন্য </del> ব্যবহার হয়।

৯.  
<p> My Companny Name is: <i>Honno Tech BD</i> </p>
#ItalicTag কোন লেখাকে বাকা দেখানোর জন্য </Italic> ব্যবহার হয়। 

১০.
 <embed src="http://hellotechbdsupport.blogspot.com/" />
<iframe src="http://hellotechbdsupport.blogspot.com/"></iframe>
#embed, iframe ট্যাগ   তোমার ওয়েব সাইট এ ভিতর অন্য সাইট বা কোন কিছু দেখাতে চাইলে ব্যাবহার করেত হয়। দুটি একই কাজ করে,

১১.
 <img src="hello.jpg" />
#img ট্যাগ   তোমার ওয়েব সাইট এ ছবি দেখাতে চাইলে ব্যাবহার করেত হয়। এখানে অবশ্যয় ছবির নাম হবে এবং  Extension হবে,  তুমি যে ছবি  ব্যাহার করেব সে নামটা ডাবল কোটেশন এর ভিতর হবে। "hello.jpg"

১২.

<ol>
<li>hello</li>
<li>Tech</li>
<li>BD</li>
</ol>

<ul>
<li>hello</li>
<li>Tech</li>
<li>BD</li>

</ul>


<li><input type="checkbox" />checkbox</li>
<li><input type="radio" />radio</li>
<li><input type="button" />button</li>
<li><input type="password" />password</li>
<li><input type="search" />search</li>
<li><input type="submit" />submit</li>
<li><input type="image" />image</li>
<li><input type="email" />email</li>
<li><input type="file" />file</li>
<li><input type="color" />color</li>


#ul li ol input ট্যাগ, Order line: ol এখানে li  গুলো নাম্বার আকারে প্রকাশ পাবে list item:li  এখানে li  গুলো লিষ্ট আকারে প্রকাশ পাবে। l un order line:ul.. প্রজেক্টে এ বুঝবে। input: গুলো নোট প্যাডে ওপেন কর আর মজা কর।

HEAD TAG এর ভিতর
====================
 ১৩.
<title>Hello Tech BD</title> 

http://hellotechbdsupport.blogspot.com/
 

 #title ট্যাগ ইহা ব্যবহার করা হয় কোন ওয়েব এর টাইটেল দেয়ার জন্য, আর টাইটেল এ আগে যে ইমেজটি দেখা যচ্ছে, তা হল fabicon, দেওয়ার কোড হল,
<link rel="shortcut icon" href="images/favicon.gif" type="image/x-icon" /> প্রজেক্ট এ দেখবে
##(fabicon  size 14*14 px)

১৪.
<link rel="stylesheet" type="text/css" href="style.css" />
 #link ট্যাগ  ব্যবহার করা হয় .css এর সাথে কানেক্ট করার জন্য, প্রজেক্ট এ দেখবে

১৫.
<div>
  <h3>Hello Tech BD is Your Engineering Partner</h3>
  <p>Hello Tech BD is Your Engineering Partner</p>
</div>

<section>
  <h3>Hello Tech BD is Your Engineering Partner</h3>
  <p>Hello Tech BD is Your Engineering Partner</p></section>

#div section ট্যাগ প্রজেক্ট এ দেখবে

HEAD TAG ও  BODY TAG এর ভিতর
===========================
<!--write something in your Comment TAG--> 
<style>for css </style>
প্রজেক্ট এ দেখবে


ভাল লাগলে অবশ্যয় ফেইসবুকে লাইক দিবে

আর সামনে আরো এমন মজার প্রজেক্ট পেতে চাইলে আমারদের Facebook Page Like দিয়ে সাথে থাকো এবং আমাদের চ্যানেলে Subscribe কর।

আল্লাহ হাফেজ





Thursday 5 January 2017

Basic HTML Part:1, How to configuration change your computer

  Hello Technology website: www.hellotech.com.bd youtube: Hello Tech Bd                 https://www.youtube.com/channel/UC2qMTjDWFj2-e... thumbnail 1 summary
 Hello Technology
website: www.hellotech.com.bd
youtube: Hello Tech Bd

               https://www.youtube.com/channel/UC2qMTjDWFj2-eliqImztlpQ?view_as=subscriber



ডাউনলোড সফট লিঙ্ক

আস্-সালামু আলায়কুম,
 
Hello Tech BD এর পক্ষ থেকে Basic HTML ১ম পর্বে স্বগতম,
HTML: Hyper Text Markup Language.
### লেখা কপি  করতে পারবে কিন্তু নিজের নামে পেষ্ট করতে পারবে না #####
আমি তোমাদের নিয়মি ভাবে টিউন করব, যারা শিখতে চা্ও তারা যোগ দাও আমাদের সাখে,
অল্প সময়ে আশা করি তোমাদের শিখাতে পারব।
যদি তোমরা কোন বিষয় না বুঝ তাহলে কমেন্টে প্রশ্ন করবে।

১ম ধাপ
======
প্রথমে তোমার কাম্পিউটারের কিছু কনফিগারেশন পরিবর্তন করতে হবে,

Start Menu>Control Panel>Appearance & Particularization>Folder Option>View=>




Hide Extensions for known file type এর টিক চিহ্ন উঠিয়ে দিতে হবে, তারপর Ok,


২য় ধাপ
======
মাউস এর
 Right Button>New>New Text Document.txt ====== .txt এখানে Extension,
আমারা যেহেতু HTML শিখব তাহলে HTML এর Extension হল .html 
আমরা New Text Document.txt কে যে কোন নামে Rename করব, আমি করলাম index.html 
    বি:দ্র: অবশ্যয় শেষে .html কথাটা লেখতে হবে আর সকল প্রগ্রাম এর অংশ লিখতে হবে small letter.


৩য় ধাপ
======
তাহলে এবার তোমার কম্পিউটার প্রগ্রাম করার জন্য সম্পূর্ন প্রস্তুত নই, যদিও লেখতে পাড়,
একটা সফট হলে কেমন হয়? তাহলে নামিয়ে নাও এবং ইন্টল কর স্বাবাবিক নিয়মে,   ডাউনলোড সফট লিঙ্ক
এরার চল শরু করি স্বপ্নের প্রগ্রামিং=====>

index.html  ফাইলটির উপর Mouse Right Button ক্লিক করে Edit With Notepad++ দিয়ে Open করি। এবং লেখি
 Welcome To My Fast HTML Program Hello World.
তারপর Save করি Ctrl+S চেপে ,
 index.html  ফাইলটি ওপেন কর তোমার ব্রাউজার দিয়ে, অথবা  Notepad++ থেকে।

 যদি  Welcome To My Fast HTML Program Hello World.   লেখাটা দেখায় তার মানে তোমার প্রথম প্রগ্রাম সফল ভাবে চালু হয়েছে।
কিন্তু এভাবে প্রগ্রাম লেখলেত হবেনা তাই নিচের নিয়মে লিথতে হবে ,
 তাহলে লেখেফেল দেখবে একই ফল পেয়েছ।
যেহেতু আমরা বিভিন্ন প্রজেক্ট করব তই এভাবেই শিখব

<!DOCTYPE HTML>
<html>
    <head>
        <title>Hello Tech BD</title>
    </head>
    <body>
        Welcome To My Fast HTML Program Hello World

    </body>
</html>

এখানে html, head, title, body এগুলো হল Tag, আর টেগ সব সময় লেখা শরু করতে হয় < > চিহ্ন এর ভিতরে, আর শেষ করতে হয </ > চিহ্ন এর ভিতরে
# title টেগ এর ভিতর যা লেখবে তা দেথাবে তোমার ব্রাউজারের Tab এর মধ্যে,
আর আমরা প্রগ্রাম লিখব body টেগ এ ভিতরে <body> </body>
তাহলে আজ এপর্যন্ত ই আবার ২য় পর্ব নিয়ে যেন হাজির হতে পারি দোয়া কর।
আল্লাহ হাফেজ

ভাল লাগলে অবশ্যয় ফেইসবুকে লাইক দিবে


আর সামনে আরো এমন মজার প্রজেক্ট পেতে চাইলে আমারদের Facebook Page Like দিয়ে সাথে থাকো এবং আমাদের চ্যানেলে Subscribe কর।






কম্পিউটারের সাধারণ পরিচর্যা দৈনিক মাসিক বার্ষরিক । General maintenance of computer daily monthly annual.

আস্-সালামু আলায়কুম, বন্ধরা সবই কেমন আছ। আজ আমি তোমাদের শিখাব কি করে   কম্পিউটারের সাধারণ পরিচর্যা করবে। ।   দৈনিক পরিচর্জা =====... thumbnail 1 summary

আস্-সালামু আলায়কুম,

বন্ধরা সবই কেমন আছ।

আজ আমি তোমাদের শিখাব কি করে  কম্পিউটারের সাধারণ পরিচর্যা করবে।
 

দৈনিক পরিচর্জা
====================
 প্রতি দিন পিসি ব্যবহারের ফলে আমাদের পিসিতে কিছু ফাইল জমা হতে থাকে, এভাবে জমতে থাকলে এক পর্যায়ে পিসিটি স্লু হয়ে যায়। তাই এ কাজটি নিয়মিত করতে হয়।

Start Menu> Run> এখন Open লেখব %temp% তারপর OK... Open হওয়া ফাইল ডিলিট করবে,
Start Menu> Run> এখন Open লেখব temp তারপর OK.........Open হওয়া ফাইল ডিলিট করবে,
Start Menu> Run> এখন Open লেখব recent তারপর OK.......Open হওয়া ফাইল ডিলিট করবে,
Start Menu> Run> এখন Open লেখব prefetch তারপর OK....Open হওয়া ফাইল ডিলিট করবে,

যাদের Start Menu তে Run দেখতে পাওনা তারা,  Start Menu> All programs> Accessories> Run.

যাদের  Start Menu তে Run প্রয়োজন তারা. Task bar এর উপর মাউস এ ডান বাটন ক্লিক করে
Properties> Start Menu> Customize> Run command >Ok


 


 যদি এ কাজটি প্রদি দিন করেতে কষ্ট হয় তাহলে একটি সফট ডাউনলোড করে নাও।


মাসিক পরিচর্জা ৩ থেকে ৪ বার
=======================
একটি ঘড়কে সুন্ধর ভাবে গুছিয়ে রাখলে যেমন ঘড়টি সুন্ধর ও পরিপাটি থাকে, তেমনিই কম্পিউটারের কিছু নিয়মিত গোছালোর প্রয়োজন হয়ে পরে, নিয়তম এ পরিচর্জার ফলে আপনার পিসিটি থাকবে সবল এবং দীর্ঘস্থায়ী,
১. Disk Defragmenter,
    # Start > All program > Accessories > System tools >Disk Defragmenter > ‍Select Drive (only one ) > Defragmen Disk
২. Disk Clean up
    # My computer > C, D, E, F, G, Drive on Right Button > Properties > general > Disk Clean up > OK

বার্ষরিক পরিচর্জা ২ থেকে ৩ বার
========================
# সর্তকাতার সাথে মাদার বোর্ড এর কোলিং ফ্যান খোলে পাখা এবং হিট সিং পরিষ্কার করেত হবে,
# র‌্যাম এর কপার পাতগুলো ইরেজার দিতে ঘষে পরিষ্কার করেত হবে,
# ব্লোয়ার দিয়ে মাদার বোর্ড পরিষ্কার করেতে হবে,
# সতি কাপড় দিয়ে কেসিং এর ভিতরের অংশ পরিষ্কার করেতে হবে,
## কোন কিছু জানার থাকলে কমেনস প্রশ্ন করতে পারেন যেন অন্যও উপকৃত হতে পারে,

Hello Technology
website: www.hellotech.com.bd
youtube: Hello Tech Bd

               https://www.youtube.com/channel/UC2qMTjDWFj2-eliqImztlpQ?view_as=subscriber

  সফট ডাউনলোড


আর সামনে আরো এমন মজার প্রজেক্ট পেতে চাইলে আমারদের Facebook Page Like দিয়ে সাথে থাকো এবং আমাদের চ্যানেলে Subscribe কর।