Thursday 5 January 2017

কম্পিউটারের সাধারণ পরিচর্যা দৈনিক মাসিক বার্ষরিক । General maintenance of computer daily monthly annual.

আস্-সালামু আলায়কুম, বন্ধরা সবই কেমন আছ। আজ আমি তোমাদের শিখাব কি করে   কম্পিউটারের সাধারণ পরিচর্যা করবে। ।   দৈনিক পরিচর্জা =====... thumbnail 1 summary

আস্-সালামু আলায়কুম,

বন্ধরা সবই কেমন আছ।

আজ আমি তোমাদের শিখাব কি করে  কম্পিউটারের সাধারণ পরিচর্যা করবে।
 

দৈনিক পরিচর্জা
====================
 প্রতি দিন পিসি ব্যবহারের ফলে আমাদের পিসিতে কিছু ফাইল জমা হতে থাকে, এভাবে জমতে থাকলে এক পর্যায়ে পিসিটি স্লু হয়ে যায়। তাই এ কাজটি নিয়মিত করতে হয়।

Start Menu> Run> এখন Open লেখব %temp% তারপর OK... Open হওয়া ফাইল ডিলিট করবে,
Start Menu> Run> এখন Open লেখব temp তারপর OK.........Open হওয়া ফাইল ডিলিট করবে,
Start Menu> Run> এখন Open লেখব recent তারপর OK.......Open হওয়া ফাইল ডিলিট করবে,
Start Menu> Run> এখন Open লেখব prefetch তারপর OK....Open হওয়া ফাইল ডিলিট করবে,

যাদের Start Menu তে Run দেখতে পাওনা তারা,  Start Menu> All programs> Accessories> Run.

যাদের  Start Menu তে Run প্রয়োজন তারা. Task bar এর উপর মাউস এ ডান বাটন ক্লিক করে
Properties> Start Menu> Customize> Run command >Ok


 


 যদি এ কাজটি প্রদি দিন করেতে কষ্ট হয় তাহলে একটি সফট ডাউনলোড করে নাও।


মাসিক পরিচর্জা ৩ থেকে ৪ বার
=======================
একটি ঘড়কে সুন্ধর ভাবে গুছিয়ে রাখলে যেমন ঘড়টি সুন্ধর ও পরিপাটি থাকে, তেমনিই কম্পিউটারের কিছু নিয়মিত গোছালোর প্রয়োজন হয়ে পরে, নিয়তম এ পরিচর্জার ফলে আপনার পিসিটি থাকবে সবল এবং দীর্ঘস্থায়ী,
১. Disk Defragmenter,
    # Start > All program > Accessories > System tools >Disk Defragmenter > ‍Select Drive (only one ) > Defragmen Disk
২. Disk Clean up
    # My computer > C, D, E, F, G, Drive on Right Button > Properties > general > Disk Clean up > OK

বার্ষরিক পরিচর্জা ২ থেকে ৩ বার
========================
# সর্তকাতার সাথে মাদার বোর্ড এর কোলিং ফ্যান খোলে পাখা এবং হিট সিং পরিষ্কার করেত হবে,
# র‌্যাম এর কপার পাতগুলো ইরেজার দিতে ঘষে পরিষ্কার করেত হবে,
# ব্লোয়ার দিয়ে মাদার বোর্ড পরিষ্কার করেতে হবে,
# সতি কাপড় দিয়ে কেসিং এর ভিতরের অংশ পরিষ্কার করেতে হবে,
## কোন কিছু জানার থাকলে কমেনস প্রশ্ন করতে পারেন যেন অন্যও উপকৃত হতে পারে,

Hello Technology
website: www.hellotech.com.bd
youtube: Hello Tech Bd

               https://www.youtube.com/channel/UC2qMTjDWFj2-eliqImztlpQ?view_as=subscriber

  সফট ডাউনলোড


আর সামনে আরো এমন মজার প্রজেক্ট পেতে চাইলে আমারদের Facebook Page Like দিয়ে সাথে থাকো এবং আমাদের চ্যানেলে Subscribe কর।






No comments

Post a Comment