Sunday 21 January 2018

ভোল্টেজ কি বা ভোল্টেজ কাকে বলে? ভোল্টেজ (Voltage): কোন পরিবাহীর অভ্যন্তরে থাকা ইলেকট্রন সমূহকে স্থানচ্যুত করতে যে বল বা চাপের প্রয়োজন ... thumbnail 1 summary


ভোল্টেজ কি বা ভোল্টেজ কাকে বলে?

ভোল্টেজ (Voltage): কোন পরিবাহীর অভ্যন্তরে থাকা ইলেকট্রন সমূহকে স্থানচ্যুত করতে যে বল বা চাপের প্রয়োজন হয় তাকে বিদ্যুৎ চালক বল বা ভোল্টেজ বলে। ভোল্টেজ এর প্রতীক চিহ্ন হলো V এবং এর একক হলো Volt (ভোল্ট)

কারেন্ট কি বা কারেন্ট কাকে বলে?

কারেন্ট (Current): পরিবাহীর মধ্যকার ইলেকট্রন সমূহ নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়ার হারকে কারেন্ট বলে। অর্থাৎ পরিবাহীর মধ্যে ইলেকট্রনের প্রবাহই ইলেকট্রিক কারেন্ট। কারেন্টের প্রতীক চিহ্ন – I. একক Ampere (A)


কারেন্ট কত প্রকার?

কারেন্ট কে প্রধানত তিন ভাগে ভাগ করা যায় যথা-
  1. এসি বা অল্টারনেটিং কারেন্ট (AC – Alternating Current)
  2. ডিসি বা ডাইরেক্ট কারেন্ট (DC – Direct Current)
  3. এডি কারেন্ট (Eddy Current)


অ্যাম্পিয়ার/এম্পিয়ার কি?

এম্পিয়ার (Ampere): কোন পরিবাহীর যে কোন অংশের মধ্য দিয়ে এক কুলম্ব চার্জ এক সেকেন্ড সময় ধরে প্রবাহিত হলে উক্ত পরিমান চার্জকে ১ অ্যাম্পিয়ার/এম্পিয়ার বলে।

ওয়াট কি?

ওয়াট (Watt): সহজ ভাবে বললে ক্ষমতার একক হচ্ছে ওয়াট। আমরা জানি যে কোন যন্ত্র তা ইলেকট্রিকাল, ইলেকট্রনিক কিংবা ম্যাকানিকাল হোক না কেন চলবার জন্য শক্তির প্রয়োজন হয়। তেমনি ভাবে কোন যন্ত্র/লোড নির্দিষ্ট সময়ে কতটুকু শক্তি খরচ করে কোন কাজ সম্পূর্ণ করতে পারে সে হিসাব কেই ওয়াট বলে।

 P = V×I = I2×R = V2÷R

 P = Power যার একক হলো Watt
I = Current যার একক হলো Ampere
V = Voltage যার একক হলো Volt
R = Resistance যার একক হলো Ohms
PF = Power Factor, ফেজ এঙ্গেল এর মান (Cosϴ)

  আপাত পাওয়ার(Apparent power) : ভোল্টেজ এবং কারেন্টর গুনফলকে আপাত পাওয়ার বলে।এর একক VA বা KVA.     প্রকৃত পাওয়ার(Active power): ভোল্টেজ এ... thumbnail 1 summary

 আপাত পাওয়ার(Apparent power):ভোল্টেজ এবং কারেন্টর গুনফলকে আপাত পাওয়ার বলে।এর একক VA বা KVA. 
 প্রকৃত পাওয়ার(Active power):ভোল্টেজ এবং ইনফেজ কারেন্টর গুনফলকে প্রকৃত পাওয়ার বলে।এর একক W বা KW. 
রিয়্যাক্টিভ পাওয়ার (Reactive power):ভোল্টেজ এবং রিয়্যাক্টিভ কারেন্টের গুনফলকে রিয়্যাক্টিভ পাওয়ার বলে। এর একক VAR বা KVAR.

Power Factor, Lagging Power Factor, Leading Power Factor, Unity Power Factor

পাওয়ার ফ্যাক্টর বলে   এ.সি. সার্কিটে কারেন্ট ও ভোল্টেজের মধ্যবর্তী কোণের কোসাইন মানকে পাওয়ার ফ্যাক্টর বলে।   অ্যাকটিভ পাওয়ার ও আপাত প... thumbnail 1 summary

পাওয়ার ফ্যাক্টর বলে
 এ.সি. সার্কিটে কারেন্ট ও ভোল্টেজের মধ্যবর্তী কোণের কোসাইন মানকে পাওয়ার ফ্যাক্টর বলে।
  অ্যাকটিভ পাওয়ার ও আপাত পাওয়ারের অনুপাতকে পাওয়ার ফ্যাক্টর বলে।
  মানে পাওয়ার ফ্যাক্টর = অ্যাকটিভ পাওয়ার / আপাত পাওয়ার
  কারেন্ট ও ভোল্টেজের মধ্যবর্তী কোণ ϴ হলে,
  পাওয়ার ফ্যাক্টর হবে (pf) = Cosϴ


ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর  (Lagging Power Factor):

যখন কোন সার্কিটে ক্যাপাসিটিভ লোডের চেয়ে ইনডাক্টিভ লোডের পরিমাণ বেশি থাকে তখন ঐ সার্কিটের পাওয়ার ফ্যাক্টরকে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর বলে। অর্থ্যাৎ যে সার্কিটে কারেন্ট ভোল্টেজের পিছনে থাকে তাকে ল্যাগিৎ পাওয়ার ফ্যাক্টর বলে।

লিডিং পাওয়ার ফ্যাক্টর (Leading Power Factor)

যখন কোন সার্কিটে ইনডাক্টিভ লোডের চেয়ে ক্যাপাসিটিভ লোডের পরিমাণ বেশি থাকে তখন ঐ সার্কিটের পাওয়ার ফ্যাক্টরকে লিডিং পাওয়ার ফ্যাক্টর বলে। অর্থ্যাৎ যে সার্কিটে ভোল্টেজ কারেন্টের পিছনে থাকে তাকে লিডিং পাওয়ার ফ্যাক্টর বলে।
 ইউনিটি পাওয়ার ফ্যাক্টর (Unity Power Factor)

এ.সি. সার্কিটে ইন্ডাকটিভ লোড ও ক্যাপাসিটিভ লোড সমান হলে, ভোল্টেজ ও কারেন্ট একসাথে অবস্থান করে, সার্কিটের এই অবস্থায় পাওয়ার ফ্যাক্টরকে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বলে। অর্থাৎ এখানে কারেন্ট ও ভোল্টেজ এর কোণের কোসাইন জিরো।
এই সার্কিটকে রেজিস্টিভ সার্কিট বলে। ইউনিটি পাওয়ার ফ্যাক্টর সার্কিটের পাওয়ার ফ্যাক্টর 1 হয়।

 আপাত পাওয়ার(Apparent power):ভোল্টেজ এবং কারেন্টর গুনফলকে আপাত পাওয়ার বলে।এর একক VA বা KVA. 
 প্রকৃত পাওয়ার(Active power):ভোল্টেজ এবং ইনফেজ কারেন্টর গুনফলকে প্রকৃত পাওয়ার বলে।এর একক W বা KW. 
রিয়্যাক্টিভ পাওয়ার (Reactive power):ভোল্টেজ এবং রিয়্যাক্টিভ কারেন্টের গুনফলকে রিয়্যাক্টিভ পাওয়ার বলে। এর একক VAR বা KVAR.