Sunday 21 January 2018

Power Factor, Lagging Power Factor, Leading Power Factor, Unity Power Factor

পাওয়ার ফ্যাক্টর বলে   এ.সি. সার্কিটে কারেন্ট ও ভোল্টেজের মধ্যবর্তী কোণের কোসাইন মানকে পাওয়ার ফ্যাক্টর বলে।   অ্যাকটিভ পাওয়ার ও আপাত প... thumbnail 1 summary

পাওয়ার ফ্যাক্টর বলে
 এ.সি. সার্কিটে কারেন্ট ও ভোল্টেজের মধ্যবর্তী কোণের কোসাইন মানকে পাওয়ার ফ্যাক্টর বলে।
  অ্যাকটিভ পাওয়ার ও আপাত পাওয়ারের অনুপাতকে পাওয়ার ফ্যাক্টর বলে।
  মানে পাওয়ার ফ্যাক্টর = অ্যাকটিভ পাওয়ার / আপাত পাওয়ার
  কারেন্ট ও ভোল্টেজের মধ্যবর্তী কোণ ϴ হলে,
  পাওয়ার ফ্যাক্টর হবে (pf) = Cosϴ


ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর  (Lagging Power Factor):

যখন কোন সার্কিটে ক্যাপাসিটিভ লোডের চেয়ে ইনডাক্টিভ লোডের পরিমাণ বেশি থাকে তখন ঐ সার্কিটের পাওয়ার ফ্যাক্টরকে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর বলে। অর্থ্যাৎ যে সার্কিটে কারেন্ট ভোল্টেজের পিছনে থাকে তাকে ল্যাগিৎ পাওয়ার ফ্যাক্টর বলে।

লিডিং পাওয়ার ফ্যাক্টর (Leading Power Factor)

যখন কোন সার্কিটে ইনডাক্টিভ লোডের চেয়ে ক্যাপাসিটিভ লোডের পরিমাণ বেশি থাকে তখন ঐ সার্কিটের পাওয়ার ফ্যাক্টরকে লিডিং পাওয়ার ফ্যাক্টর বলে। অর্থ্যাৎ যে সার্কিটে ভোল্টেজ কারেন্টের পিছনে থাকে তাকে লিডিং পাওয়ার ফ্যাক্টর বলে।
 ইউনিটি পাওয়ার ফ্যাক্টর (Unity Power Factor)

এ.সি. সার্কিটে ইন্ডাকটিভ লোড ও ক্যাপাসিটিভ লোড সমান হলে, ভোল্টেজ ও কারেন্ট একসাথে অবস্থান করে, সার্কিটের এই অবস্থায় পাওয়ার ফ্যাক্টরকে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বলে। অর্থাৎ এখানে কারেন্ট ও ভোল্টেজ এর কোণের কোসাইন জিরো।
এই সার্কিটকে রেজিস্টিভ সার্কিট বলে। ইউনিটি পাওয়ার ফ্যাক্টর সার্কিটের পাওয়ার ফ্যাক্টর 1 হয়।

 আপাত পাওয়ার(Apparent power):ভোল্টেজ এবং কারেন্টর গুনফলকে আপাত পাওয়ার বলে।এর একক VA বা KVA. 
 প্রকৃত পাওয়ার(Active power):ভোল্টেজ এবং ইনফেজ কারেন্টর গুনফলকে প্রকৃত পাওয়ার বলে।এর একক W বা KW. 
রিয়্যাক্টিভ পাওয়ার (Reactive power):ভোল্টেজ এবং রিয়্যাক্টিভ কারেন্টের গুনফলকে রিয়্যাক্টিভ পাওয়ার বলে। এর একক VAR বা KVAR.









No comments

Post a Comment